কর্মব্যস্ত জীবনের ছুটি মানে যেন এক টুকরো স্বস্তির নিঃশ্বাস। অফিসের কাজেরচাপ সামলে চাকরিজীবীরা লম্বা ছুটির অপেক্ষায় থাকেন । চলতি বছরের ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি আর ঈদুল আযহায় ১০ দিনের টানা ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মচারীরা। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো, গ্রামে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানো কিংবা ব্যক্তিগত কাজে অবসর খুঁজে পাওয়ায় তারা ছিলেন আনন্দে ভরপুর। তবে এখানেই শেষ নয়—বছরের শেষভাগে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে আরও দুটি লম্বা ছুটি।
এই বছর শেষ হতে এখনো বাকি চার মাস। এ চার মাসে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এর মধ্যে কিছু ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী এই বছর আরও পাঁচ দিন ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে সাধারণ ছুটি চারদিন এবং একদিন নির্বাহী আদেশের ছুটি।
সাধারণ ছুটি পড়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদ-ই-মিলাদুন্নবী (৬ সেপ্টেম্বর, শনিবার), দুর্গাপূজা (১ অক্টোবর-বুধবার ও ২ অক্টোবর-বৃহস্পতিবার), বিজয় দিবস (১৬ ডিসেম্বর, মঙ্গলবার) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার)।
এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। একদিনসহ দুই দিন সরকারি ছুটি থাকবে দুর্গাপূজায়। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দুর্গাপূজায় চার দিন ছুটি পাবেন চাকরিজীবীরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন