ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৬:৪৬ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি- সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে ৫ হাজার ১৯টি কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট পাঁচ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়।

নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে,  ৫ হাজার ১৯টির মধ্যে আমদানি করা কনটেইনার ২ হাজার ১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

এর আগে, গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সিডিডিএলের কর্মকর্তা ও সদস্যরা জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ গেটগুলোয় অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পূর্বের তুলনায় কনটেইনার হ্যান্ডেলিং ত্বরান্বিত হয়। পূর্বে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনে সিডিডিএলের অধীন কর্মকর্তা ও সদস্যরা অত্যধিক দক্ষ ভূমিকা পালন করেছেন।

চট্টগ্রাম বন্দরে তথ্যমতে, ১ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে সর্বমোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় ৪০ শতাংশের বেশি। এটি বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ইতিহাসে একটি মাইলফলক।

গত ২৬ আগস্ট কনটেইনার হ্যান্ডলিং নিয়ে একটি অ্যানালাইসিস করা হয়। ৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস। সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার আগে পূর্বের অপারেটরের ৪৯ দিনের (১৯ মে থেকে ৬ জুলাই) মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ সিডিডিএল দায়িত্ব গ্রহণ করার পর ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।