বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজশাহী নগরী হাইটেক পার্কের সামনে এই কর্মসূচি পালন করে শ্রমিক দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সুমন আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- রাজপাড়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি আবু আলম খান উজ্জল, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকু, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদ।
কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক ভুট্টো, সহ-সাধারণ সম্পাদক দিলার, কাশিয়াডাঙ্গা থানার প্রচার সম্পাদক মো. মাহাবুল আলম, সাংগঠনিক সম্পাদক হৃদয় প্রমুখ।