ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ইউনূস-লুইস বৈঠক

ফেব্রুয়ারির নির্বাচনে ‘পূর্ণ সমর্থন’ দেবে জাতিসংঘ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫০ পিএম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি- সংগৃহীত

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেছে জাতিসংঘ। একই সঙ্গে নির্বাচনে পূর্ণ সমর্থন এবং নির্বাচন কমিশনের প্রতি অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গুইন লুইস বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এ নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করার একটি ঐতিহাসিক সুযোগ।’

তিনি আরও আশ্বস্ত করেন যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। উভয়পক্ষ উন্নয়ন অগ্রাধিকার, সংস্কার এজেন্ডা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর।

এ ছাড়া আলোচনায় আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এই মাসের শেষ দিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও মতবিনিময় করা হয়। বৈঠকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষ। তারা বলেন, অর্থসংকটের কারণে কক্সবাজার ও ভাসানচরের শরণার্থী শিবিরে শিক্ষা ও জরুরি সেবায় নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি মানবিক সহায়তা এখন সময়ের দাবি। কেবল আর্থিক নয়, কূটনৈতিক চাপ এবং বৈশ্বিক অংশীদারিত্বও জরুরি।’

অন্যদিকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বাংলাদেশের চলমান সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, জাতিসংঘ টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে বাংলাদেশের পাশে থাকবে।