বহুল কাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে আজ সকালে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষ করে বেলা ২টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সনদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি তুলছেন কেউ কেউ। ফলে সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন ইস্যুতে জটিলতা নিরসনের লক্ষ্যে আলোচনা হবে।
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। চূড়ান্ত সনদে স্বাক্ষরের জন্য বিএনপিসহ ১৫টি দলের পক্ষ থেকে প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি দলের পক্ষ থেকে প্রতিনিধি দেওয়া হয়নি। দলগুলো বলছে, আইনি কাঠামো ছাড়া সনদে স্বাক্ষর করবে না।
চূড়ান্ত ‘জাতীয় জুলাই সনদ’ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। এই সনদে স্বাক্ষর করতে প্রতিটি দলের পক্ষ থেকে দুজনের নাম শনিবার বিকেল ৫টার মধ্যে জমা দিতে বলা হয়। বিএনপিসহ আরও কয়েকটি দল সনদে সই করতে সম্মত হয়েছে।
বিএনপির পক্ষে জাতীয় ঐকমত্য কমিশনে যাবেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, আইনি কাঠামো ছাড়া সনদে স্বাক্ষর করবে না তারাসহ কয়েকটি রাজনৈতিক দল। তাদের মতে, আইনি ভিত্তি ছাড়া সনদে সই করলে এর কোনো কার্যকর ফল পাওয়া যাবে না।
এদিকে সংশ্লিষ্ট সূত্র বলছে, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু এই মেয়াদ আরও ১৫ দিন বাড়তে পারে।
অন্যদিকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি সনদ বাস্তবায়নে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন