মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের জননিরাপত্তা দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মেরিদা ও ক্যাম্পেচে শহরের মাঝামাঝি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেলার, একটি প্রাইভেটকার ও একটি ট্যাক্সির যাত্রীরা নিহত হন।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, ‘এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’ তিনি আরও জানান, খবর পাওয়ার পর থেকেই জরুরি সেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে সহায়তা দিচ্ছেন।
এর আগে, ৮ সেপ্টেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের দুই শহর আতলাকোমুলকো এবং মারাভাতিও’র মাঝামাঝি এলাকার একটি হাইওয়েতে মালবাহী ট্রেনের সঙ্গে একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে আরও ৬১ জন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা কিংবা বাসের সঙ্গে অপর বাস-ট্রাক বা ট্রেনের সংঘর্ষ বিরল নয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ১২ হাজার ৯৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন, আহত হয়েছেন ৬ হাজার ৪০০ জন এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ১০ কোটি ডলারের সমপরিমাণ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন