ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার কেরানীগঞ্জের চড়াইল ও বোরহানিবাগ এলাকায় পরিচালিত অভিযানে একটি ওয়াশিং কারখানা, একটি তারের কারখানা এবং একটি চারতলা আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানায় বয়লার, ড্রায়ার ও তাপাই ভাটিসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল, যার মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছিল। অভিযানে ২৯০ ফুট পাইপ, দুটি বল ভালভ এবং একটি কম্প্রেসর সেট জব্দ করা হয়। এসব অবৈধ সংযোগ থেকে প্রতি মাসে আনুমানিক ২৩ হাজার ২৪৫ ঘনমিটার গ্যাস অপচয় হচ্ছিল, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার ১৪৮ টাকা।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় পরিচালিত অভিযানে ৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে ৪টি চুনা কারখানা ও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান (হোটেল ও চায়ের দোকান) ছিল। অভিযানে প্রায় ৮৭০ ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর ও রাধানগর এলাকায় মোট ৭০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে আটজন আবাসিক গ্রাহককে মোট ৪০ হাজার টাকা এবং দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৬০০ ফুট এমএস পাইপসহ বিভিন্ন ধরনের বার্নার ও ওভেন জব্দ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন