অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার জাতিসংঘে বক্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ১৪ মাস ধরে কী কী কাজ করেছে, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছে এবং নির্বাচনের প্রস্তুতি কেমন—এসব বিষয় তার বক্তব্যে আসবে। পাশাপাশি জিওপলিটিক্যাল ইস্যুগুলোও স্থান পাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের একটি ফাউন্ডেশনাল নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন ‘হতে পারে’ না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এটা খুবই উৎসবমুখর নির্বাচন হবে। সে বিষয়ে বিশ্ববাসীকে জানানোই মূল লক্ষ্য। বিশ্বের বড় বড় নেতারা জানিয়েছেন, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করবেন।
বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আপনারা দেখেছেন, এ ঘটনায় একজনকে ধরা হয়েছে। আমরা এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছি। মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের আমাদের সঙ্গে বের হওয়ার কথা ছিল, কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তারা ভিন্ন দিক থেকে এসেছেন। আমাদের প্রস্তুতি ছিল, তবে কিছু কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কী করতে পারে সেটা আমরা জুলাই-আগস্টে দেখেছি। তারা গুম, খুন, লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। এমন কোনো অপকর্ম নাই, যেটা তারা করতে পারে না। এখন ফলাফলে দেখেন, তারা কোথায় গিয়ে ঠেকেছে। রাস্তার ছ্যাচরাদের মতো তাদের অবস্থান। যারা একটা ছোট বাচ্চাকেও ছাড়েনি, তারা কি করতে পারে সেটি আমরা জানি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন