আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় ছুটিগুলো বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাদ্রাসাগুলোতে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরাই পড়াশোনা করে। তাই এখানে হিন্দু বা অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটি দেওয়া অপ্রয়োজনীয় ও অযৌক্তিক।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা কোনো ধর্মের প্রতি অসম্মান করতে চাই না। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন, ছুটিও ভোগ করবেন, এটাই স্বাভাবিক এবং এটি তাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আলিয়া মাদ্রাসাগুলোতে যেহেতু এমন কোনো শিক্ষার্থী নেই, তাই এ ধরনের ছুটি এই শিক্ষাব্যবস্থার জন্য প্রাসঙ্গিক নয়।’
তারা আরও বলেন, ‘যদি কোনো মাদ্রাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন, তাহলে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতে পারবেন, এতে কারও আপত্তি নেই। তবে শতভাগ মুসলিম শিক্ষার্থীর জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে এই ছুটি চাপিয়ে দেওয়া শরিয়াহর দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়।’
বক্তারা জানান, দেশে এমন বহু আলিয়া মাদ্রাসা রয়েছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই। উদাহরণ হিসেবে তারা তুলে ধরেন তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ও আল-ফারুক ক্যাডেট মাদ্রাসার নাম।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আসন্ন দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সকল ছুটি বাতিল করে আলিয়া মাদ্রাসাগুলোতে পাঠদান অব্যাহত রাখার আহ্বান জানান।