জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে নিউইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠক সম্পর্কে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রাতে তথ্য জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন।
বৈঠকে দুই পক্ষই বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন