ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৫:২৩ পিএম
পুলিশ হেডকোয়ার্টার্স। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নামে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রকাশিত জামিন সংক্রান্ত বক্তব্যটি আইজিপির নয়।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কীভাবে তা বোধগম্য নয়’।

বাস্তবে আইজিপি এমন কোনো মন্তব্য করেননি।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে আইজিপির দেওয়া বক্তব্য বিকৃত করে ফটোকার্ডটি প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছে।