উত্তর আমেরিকায় প্রবাসীদের বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহনেওয়াজ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসে থেকে এনআইডি পাওয়া ব্যক্তিরা ভোটের সময় বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারবেন না কিংবা নির্বাচনে প্রার্থী হবার সুযোগ পাবেন না। তবে তারা ডাকযোগে ভোট দিতে পারবেন।
আখতার জানান, বাংলাদেশের পাসপোর্টধারী এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী তাদের সন্তানের বয়স ১৮ বছর হলে এনআইডি পাবেন। প্রবাসে থাকা কেউ ইতোমধ্যে বাংলাদেশে আবেদন করে থাকলে নতুন করে আর পরিচয়পত্রের আবেদন করতে পারবে না।
শিগগিরই ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটেও এনআইডি সেবা চালু হবে বলে জানান তিনি।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক, নির্বাচন কমিশনের উপ-সচিব মোস্তফা হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদুর রউফ মন্ডল, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জেবিবিএর নেতা কামরুজ্জামান কামরু, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ও ফোবানার সেক্রেটারি ফিরোজ আহমেদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন