বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলি করেছে অন্তর্বর্তী সরকার। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ওই দুই কর্মকর্তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
দুদকের ঢাকা কার্যালয়ে নিয়োগ পাওয়া ওই দুই কর্মকর্তা হলেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর, সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন