বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:০৩ পিএম

সেনাবাহিনীর দুই রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৫:০৩ পিএম

এএসসিসিএন্ডএস-এ রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন করছেন প্রধান অতিথি। ছবি- সংগৃহীত

এএসসিসিএন্ডএস-এ রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন করছেন প্রধান অতিথি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোর (এএমসি)-এর রিক্রুট ব্যাচ-২০২৫-এর কুচকাওয়াজ অনুষ্ঠান আজ (১৫ অক্টোবর) জাহানাবাদ ও ঘাটাইল সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএন্ডএস) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।


এএমসিসিএন্ডএস- এ রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ এ শপথ গ্রহণ করছেন রিক্রুটবৃন্দ

অন্যদিকে, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আয়োজিত আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের (এএমসিসিএন্ডএস) কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনিও কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই চৌকস ও নান্দনিক প্যারেডের মধ্য দিয়ে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের নবীন সৈনিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথিরা নবীন সৈনিকদের অভিনন্দন জানিয়ে বলেন, সেনাবাহিনী দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করে চলছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাসহ জেসিও, অন্যান্য পদবীর সৈনিক, আমন্ত্রিত অতিথি, নবীন সৈনিকদের পরিবারের সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কুচকাওয়াজের মধ্য দিয়ে সেনাবাহিনীতে নতুন উদ্যম ও দেশসেবার শপথ নিয়ে যুক্ত হলো একদল প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ নবীন যোদ্ধা।

Link copied!