আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ফিরছে বাংলাদেশ। আগামী ১৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা।
এই সিরিজের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং জানানো হয়েছে, দর্শকরা অনলাইনে সহজেই টিকিট কিনতে পারবেন।
বিসিবির ঘোষণা অনুযায়ী, সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা, যা ইস্টার্ন গ্যালারির জন্য প্রযোজ্য। শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তুলনামূলক প্রিমিয়াম গ্যালারি—শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়।
প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। সিরিজের সর্বোচ্চ মূল্যের টিকিট হলো ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম ৩৫০০ টাকা।
এই সিরিজের সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। দর্শকরা বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট http://gobcbticket.com.bd/ ভিজিট করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও, গুগল প্লে স্টোরে 'গো বিসিবি টিকিট' অ্যাপ ডাউনলোড করেও টিকিট ক্রয় করা যাবে।
১৮ অক্টোবর প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩শে অক্টোবর। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।
ওয়ানডে সিরিজ শেষে ক্রিকেটীয় উত্তেজনা গড়াবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন