সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:৩২ এএম

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:৩২ এএম

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ছবি- সংগৃহীত

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। 

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

সভায় উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মহাপরিচালক, বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, এনটিএমসি, সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চসহ প্রায় সব নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসির এক কর্মকর্তা জানান, নির্বাচন উপলক্ষে এই বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট ১৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভোটগ্রহণের দিন কেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, অবৈধ অস্ত্রের ব্যবহার দমন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য মোকাবিলা, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর কার্যক্রমসংক্রান্ত পরিকল্পনা।

এ ছাড়া পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে এবং কর্মকর্তা পরিবহনে হেলিকপ্টার সহায়তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় এসেছে। একইসঙ্গে ভোটের সময় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়েও কমিশন আলোচনা করছে।

সভায় দ্বাদশ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যে ভোটার সংখ্যা, কেন্দ্র বৃদ্ধি ও পরিবেশগত পার্থক্য নিয়ে তুলনামূলক পর্যালোচনাও তুলে ধরা হচ্ছে।

কমিশন আশা করছে, এ বৈঠকের মাধ্যমে নিরাপত্তাবিষয়ক সব সংস্থার মধ্যে সমন্বয় গড়ে উঠবে এবং একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

Link copied!