প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে নির্বাচনের সময়, তার মধ্যে রাতের বেলায় এআইর মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটি আয়োজিত হয় আইডিইএ-২ প্রকল্পের উদ্যোগে।
সিইসি বলেন, ‘এআইর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। আমরা চাই, নির্বাচনে যেন এর অপব্যবহার না হয়। এ জন্য মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগে আপনাদের- বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় অনেক কিছু রাতের বেলায় ঘটে যেতে পারে। বিশেষ করে তখনই এআই অপব্যবহারের আশঙ্কা বেশি। এ জন্য আমাদের ‘রাউন্ড দ্য ক্লক’ কাজ করতে হবে। কী ধরনের জনবল এ কাজে লাগানো যায়, কোথা থেকে কীভাবে ভুয়া তথ্য আসতে পারে এবং কীভাবে তা মোকাবিলা করা যায়- এসব বিষয়ে পরামর্শ জরুরি।’
এই কর্মশালায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।