দেশের গণমাধ্যম তথা মিডিয়া জুয়ার বিজ্ঞাপনে সক্রিয় অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়েজ তৈয়্যব বলেন, ‘প্রায় সব মিডিয়া এখন অনিরাপদ কনটেন্ট ও জুয়ার বিজ্ঞাপন প্রচারে জড়িয়ে পড়ছে। এর পেছনে মূল কারণ- এই বিজ্ঞাপন থেকে তাদের বড় আয়ের উৎস তৈরি হয়েছে।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের মূলধারার বেশ কিছু গণমাধ্যম- যেমন দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, জাগো নিউজ, বাংলাদেশ টাইমস- জুয়ার বিজ্ঞাপন প্রচারে জড়িত রয়েছে ‘
সভায় অনলাইন জুয়া প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘জুয়া এখন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া যদি এর পৃষ্ঠপোষকতা করে, তাহলে তা জাতির জন্য হুমকিস্বরূপ।’