আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জোরালো ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও ৪র্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মহাপরিচালক বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবার আনসার বাহিনী আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখবে। নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনি নিরাপত্তায় নয়, ভোটার সচেতনতা ও প্রচারমূলক কার্যক্রমেও আনসার সদস্যরা অংশ নেবেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে চ্যালেঞ্জ রয়েছে, তবে আনসার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যেসব সদস্যের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বাছাই করে দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। যোগ্য ও প্রশিক্ষিত সদস্যদের দিয়েই নির্বাচনি দায়িত্ব পালন করা হবে।
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে আনসার সদস্যদের নির্বাচনি দায়িত্ব দেওয়া হবে। এ নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এক লাখ ৪৫ হাজার নতুন সদস্য নিয়োগ এবং তাঁদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
তিনি যোগ করেন, ডিসেম্বর পর্যন্ত নতুন সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে, যাতে নির্বাচনকালে আনসার বাহিনী পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন