ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি, আপত্তি ও অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৮ নভেম্বর) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে- অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবর লিখিতভাবে আপত্তি জানাতে হবে।
আপত্তির প্রক্রিয়া, কারো বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা জানাতে হবে। আপত্তির সপক্ষে উপযুক্ত প্রমাণাদি দাখিল করা বাধ্যতামূলক। আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মোট ছয় সেট আপত্তি দাখিল করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দাখিল করা আপত্তির শুনানি শেষে কমিশন তা গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কমিশনের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত বলে গণ্য হবে।
গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচিত ১৬টি সংস্থার নাম প্রকাশ করা হয়েছে। সংস্থাগুলো হলো: ১। এসো জাতি গড়ি (এজাগ), ২। নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ৩। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডরপ, ৪। হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ৫। কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, ৬। দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), ৭। রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), ৮। রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ), ৯। বাঁচতে শেখা, ১০। পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ১১। ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, ১২। মানব উন্নয়ন কেন্দ্র (মাউক), ১৩। বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), ১৪। যুব একাডেমি, ১৫। এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং ১৬। উইমেন এন্টারপ্রিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয়। একই সঙ্গে আরও ১৬টি নতুন সংস্থার বিষয়ে দাবি, আপত্তি ও অভিযোগ আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর মোট সাতটি সংস্থা পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন