ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এসময় শেরিং টোবগেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

এসময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, তিন দিনের সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন