আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে সংলাপের জন্য ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ। মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি ভবনে সকাল ও বিকাল দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুরোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ছাড়া দেশের প্রায় সব নিবন্ধিত রাজনৈতিক দল ইসির ডাকা এ সংলাপে অংশ নেয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন