মধ্যরাতে ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম।
শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনার পাশাপাশি নতুন ডিসি পেয়েছে হবিগঞ্জ, গাইবান্ধা, বরগুনা, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া ও ভোলা।
প্রজ্ঞাপন অনুযায়ী- বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ শফিউল আলমকে বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।
এছাড়া, গত বছরের ১২ সেপ্টেম্বর বরগুনা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ শফিউল আলম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।


