তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে। এতে ২০১৮ সালের জুলাই শহীদদের পরিবারের কিছুটা ব্যথা লাঘব হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, ‘যারা ছাত্র-জনতাকে হত্যা বা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবারই বিচার হবে। ট্রাইব্যুনাল চলমান এবং পরবর্তী সরকার এই বিচার কার্যক্রম এগিয়ে নেবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সবার ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার নিশ্চিত করতে এটি বড় এক পদক্ষেপ। গুম ও হত্যার পুনরাবৃত্তি আর হবে না।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন