লালমনিরহাটে অসম সময়ে বৃষ্টির কারণে চলতি বছর ধনিয়া পাতার ফলনে বড় ধরনের সংকট তৈরি করেছে। ফলন কম হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ মূল্যের কারণে কৃষকরা আগের যেকোনো বছরের তুলনায় বেশি লাভবান হচ্ছেন। বিপরীতে উচ্চ দামে ধনিয়া পাতা কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের।
গত বছর এ সময়ে প্রতি কেজি ধনিয়া পাতা বিক্রি হয়েছিল ২০-২৫ টাকায়। এ বছর সেই দাম লাফিয়ে পৌঁছেছে ১০০-১২০ টাকায়, যা আগের বছরের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। বাজারে ধনিয়া পাতার চাহিদাও রয়েছে প্রচুর।
কৃষকরা জানিয়েছেন, অসম সময়ে বৃষ্টিতে অনেক জমির ধনিয়া গাছ নষ্ট হয়েছে, আবার যেগুলো বেঁচে আছে সেগুলোর ফলনও কমেছে। গত বছর এক শতাংশ জমিতে তারা পেয়েছিলেন ৪০-৪৫ কেজি ধনিয়া পাতা। এ বছর তা নেমে এসেছে ২০-২২ কেজিতে। প্রতি শতাংশ জমির উৎপাদন খরচ ৩০০-৪০০ টাকা।
আদিতমারী কমলাবাড়ি গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম এ বছর ৪ একর জমিতে ধনিয়া চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছর প্রতি শতাংশে পেয়েছিলাম ৪৫ কেজি। এ বছর পেয়েছি ২৩ কেজি। যদিও ফলন কম, কিন্তু বাজারদর বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার বেশি লাভ হচ্ছে। গত বছর প্রতি কেজি ধনিয়া বিক্রি হয়েছিল ২০-২৫ টাকায়; এ বছর বিক্রি করছি ৯০-১২০ টাকায়।’
কালীগঞ্জের কাকিনা এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, ‘এ বছর ১০ শতাংশ জমিতে ধনিয়া চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার টাকা। এর মধ্যে তিন-আধা শতাংশ জমির ধনিয়া সম্পূর্ণ নষ্ট হয়েছে। অবশিষ্ট জমি থেকে ধনিয়া পেয়েছি ১৮-২০ কেজি। তিন শতাংশ জমির ধনিয়া বিক্রি করেছি ৭০ কেজি, পেয়েছি প্রায় সাড়ে ৭ হাজার টাকা। অবশিষ্ট ধনিয়াও বিক্রি করছি আশানুরূপ দামে।’
লালমনিরহাটের গোশালা বাজারের সবজি বিক্রেতা রহমান মিয়া জানিয়েছেন, ‘আমরা কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধনিয়া কিনছি ৯০-১০০ টাকায়, বাজারে বিক্রি করছি ১২০-১৪০ টাকায়। দুই সপ্তাহ আগে কেজি ছিল ২০০ টাকা পর্যন্ত। ধীরে ধীরে দাম কমছে। এক সপ্তাহ পরে দাম ৪০-৫০ টাকায় নামার সম্ভাবনা আছে।’
সবজি ক্রেতা স্কুল শিক্ষক মনিরুজ্জামান জানান, ‘বাজারে শুধু ধনিয়া পাতা নয়, সকল ধরনের শাক-সবজির মূল্যই বেশি। শুধু আলুর দাম কম। প্রয়োজনের তুলনায় অর্ধেক ধনিয়া পাতা কিনছি। শীতকালে ধনিয়া পাতার ব্যবহার বেড়ে যায়। ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না হয় না শীতকালে।’
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শাইখুল আরেফিন বলেন, ‘এ বছর অসম সময়ে বৃষ্টির প্রভাবে সব ধরনের শাক-সবজির উৎপাদনই কম। ধনিয়া পাতার চাহিদা বেশি হওয়ায় কৃষকরা এটির ভালো দাম পাচ্ছেন। আলু ছাড়া সব ধরনের সবজির দামই এখন তুলনামূলক বেশি।’

-20251121171827.webp)

