নির্বাচনি হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাব বিবরণীও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সিলেটের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি টেকসই উন্নয়ন ও সুশাসনের সবচেয়ে বড় বাধা। মানুষ যেন হয়রানিবিহীনভাবে সরকারি-বেসরকারি দপ্তরের সেবা পায়, এটাই আমাদের লক্ষ্য। আজকের গণশুনানিতে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার কিছু তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। অবশিষ্ট অভিযোগগুলোও দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি পক্ষপাত নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় দুদক সর্বোচ্চ সৎ ও নিরপেক্ষ ভূমিকা পালন করে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।
এ ছাড়া বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহিম, দুদক ঢাকা বিভাগের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান, এবং দুদক সিলেটের উপ-পরিচালক রেবা হাওলাদার।
গণশুনানির সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে জনসাধারণের অভিযোগ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের সেবা নিয়ে সাধারণ নাগরিকরা নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে ধরেন। দুদক বেশকিছু অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয় এবং বাকি অভিযোগগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির আশ্বাস দেয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন