ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান করবে না বিএনপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৩৩ পিএম
ফাইল ছবি

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোন অনুষ্ঠান পালন করবে না বিএনপি। দলের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়েছে।

সোমবার ( ১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর ২০২৪, বুধবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওইদিন জনাব তারেক রহমানের জন্মদিন নিয়ে কোন অনুষ্ঠান পালিত হবে না।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।