ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হাতিরঝিল থানার ৩৫নং ওয়ার্ডে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। রোববার (১৭ নভেম্বর) বিকালে মগবাজার বাগতলায় এ সভার আয়োজন করা হয়।
৩৫ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ফেরদৌস আহমেদ সায়মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল তার বক্তব্যে বলেন, একটি মহল বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার অপচেষ্টা করছে। অথচ পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এবং দোসররা আজও স্বস্থানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ নিয়ে মাথা ব্যাথা না থাকলেও বিএনপি কিভাবে ক্ষমতার বাইরে রাখা যায় এ নিয়ে ষড়যন্ত্রকারীরা সোচ্চার।
তিনি বলেন, যারা সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা করছেন তারা যাই হোক গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আমি মনে করি না। ছাত্রজনতার সংগ্রাম ছিলো গণতন্ত্র, ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরে পাবার আন্দোলন। আর যারা এই মৌলিক অধিকার নিয়ে গড়িমসি করছেন তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না।
ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আল-আমিন শরিফের সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, যুবদল নেতা মুনতাকিম সারোয়ার রিকি, এমকে ফরহাদ, জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ।
আপনার মতামত লিখুন :