বিগত ১৬ বছরে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এমন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কারিকুলাম সংস্কারে পাঁচ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের হাতে লিখিতভাবে এই প্রস্তাবনা তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।
ট্রাস্টের প্রস্তাবিত পাঁচ দফা
জাতীয় শিক্ষানীতি ও কারিকুলাম সংস্কার কমিটি গঠন:
দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, শিক্ষানুরাগী, শিক্ষা উদ্যোক্তা ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কারিকুলাম কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
নৈতিক শিক্ষা বাধ্যতামূলক:
সামাজিক অবক্ষয়ের প্রেক্ষাপটে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত জাতীয় কারিকুলামে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে।
স্বতন্ত্র শিক্ষক নিয়োগ কমিশন:
শিক্ষক নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে জুডিশিয়াল সার্ভিস কমিশনের আদলে একটি স্বাধীন “শিক্ষক নিয়োগ কমিশন” গঠনের প্রস্তাব রাখা হয়।
মানসম্পন্ন পাঠ্যবই ও দুর্নীতি প্রতিরোধে মনিটরিং কমিটি:
পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে দুর্নীতি রোধ এবং মান নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদার ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি জাতীয় মনিটরিং কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিত্ব:
দীর্ঘ ২৫ বছর ধরে নিরলসভাবে দেশের শিক্ষাখাতে কাজ করে আসা বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টকে শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়ন কমিটিতে প্রতিনিধিত্ব দেওয়ার দাবি জানানো হয়।
এ সময় উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রস্তাবনাগুলোকে “যুগোপযোগী ও গ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন এবং এগুলো বাস্তবায়নে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল।
আপনার মতামত লিখুন :