জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
সোমবার (৩০ জুন) সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে অপার সম্ভাবনা রয়েছে।
চেম্বারের প্রেসিডেন্ট কোজি মোচিদার নেতৃত্বে জাপানি প্রতিনিধি দলও বাংলাদেশি শ্রমশক্তির দক্ষতা ও সম্ভাবনার প্রশংসা করেন। তারা জাপানের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি জনশক্তি নিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন।
আপনার মতামত লিখুন :