বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৪ পিএম

লন্ডনে মেয়র শাহাদাতকে সংবর্ধনা, প্রবাসীদের উদ্যোগে হাসপাতালে ভূমির প্রতিশ্রুতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৬:৫৪ পিএম

বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

ইউরোপের অন্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশি সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে লন্ডনে বসবাসরত বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীসহ বাংলাদেশি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের অনুরোধ জানালে সিটি মেয়র শাহাদাত প্রতিশ্রুতি দেন। তিনি চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিসসহ বিভিন্ন প্রকল্পে সহায়তার জন্যও প্রবাসী চট্টগ্রামবাসীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন, বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্যসেবায় মেয়রের ভূমিকা প্রশংসা করেন। তারা বিমানবন্দর ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান-সমর্থন নিশ্চিত করা এবং নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, ‘আমি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে চাই না। কাজের মাধ্যমে আমার সদিচ্ছার প্রমাণ দিতে চাই।’ তিনি চট্টগ্রামকে আধুনিক নগরীতে রূপান্তর এবং নগর সরকারের প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইন, অ্যাসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ।

মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল— সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, ব্রিটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।

ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, ‘৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, তার সঙ্গে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন, আজকের মেয়র ডা. শাহাদাত সম্পৃক্ত ছিলেন। তাই তিনি সমস্যাটি গভীরভাবে বুঝতে পারেন এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নিতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।’ তিনি চসিকের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও উপস্থিত থাকার জন্য মেয়রকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে তার সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ জানান।

Link copied!