বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৭:২৩ পিএম

হাকিমপুরে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৭:২৩ পিএম

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস পালিত। ছবি- রূপালী বাংলাদেশ

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস পালিত। ছবি- রূপালী বাংলাদেশ

বিশ্বব্যাপী নারীর উদ্যোক্তাসত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সামনে রেখে প্রতিবছর ১৯ নভেম্বর পালন করা হয় বিশ্ব নারী উদ্যোক্তা দিবস। সেই ধারাবাহিকতায় দিনাজপুরের হাকিমপুরেও ‘হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম’-এর উদ্যোগে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে থানা রোডস্থ হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, অভিজ্ঞতা বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফোরামের সকল নারী উদ্যোক্তা সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক যাত্রার শুরু থেকে বর্তমান সাফল্য, পথের প্রতিকূলতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি মতবিনিময় করেন। কেউ কেউ জানান পরিবারের বাধা, সামাজিক সংকোচ ও পুঁজি সংকট কাটিয়ে কীভাবে তারা নিজ নিজ ব্যবসা দাঁড় করিয়েছেন। আবার অনেকের ব্যবসা স্থানীয় বাজার ছাড়িয়ে অনলাইনেও বিস্তৃতি পেয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার। তিনি বলেন, ‘বিশ্ব নারী উদ্যোক্তা দিবস শুধু উদযাপনের নয়, এটা আমাদের অনুপ্রাণিত হওয়ার দিন। হাকিমপুরের নারীরা আজ ঘরসংসার সামলানোর পাশাপাশি দক্ষতার সাথে নিজেদের ব্যবসাও চালাচ্ছেন। আরও অনেক নারীকে উদ্বুদ্ধ করতে আমরা ভবিষ্যতে ফোরামের কার্যক্রম সম্প্রসারণ করব।’

তিনি আরও জানান, ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, দক্ষতা উন্নয়ন কোর্স, পণ্যের প্রদর্শনী আয়োজন ও বাজার সম্প্রসারণমূলক কার্যক্রম নেওয়া হবে।

ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আকতার বলেন, ‘নারীরা ঘরে-বাইরে সমানভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখনো অনেক নারী ব্যবসা শুরু করতে ভয় পান বা সুযোগ পান না। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই হাকিমপুরের প্রতিটি নারী নিজের পায়ে দাঁড়াক। প্রশিক্ষণ, পরামর্শ, বিপণনসহ সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাব।’

তিনি আরও বলেন, নারীদের উদ্যোক্তা হয়ে উঠতে পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে হাকিমপুর নারী উদ্যোক্তার সদস্য শাপলা আক্তার, শারমিন আক্তার সাথী, সানজিদা চৌধুরী, নাজমা আক্তার মিষ্টিসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে যেতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনা সভা শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং দিনটিকে স্মরণীয় করে রাখতে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয়। পুরো অনুষ্ঠানজুড়েই ছিল উৎসবের আমেজ ও উদ্যোক্তাদের আনন্দঘন পরিবেশ।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় নারীদের আত্মবিশ্বাস, সম্ভাবনা ও উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। আমরা নারী, আমরাও পারি এই বার্তা ধারণ করেই এগিয়ে যেতে চান হাকিমপুরের নারী উদ্যোক্তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!