চট্টগ্রামের পটিয়ায় বিয়ের দুই মাস পর ঋণের ভারে জর্জরিত হয়ে কামাল উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার নিজ বাড়ির পার্শবর্তী কবরস্থানে এই ঘটনা ঘটে।
কামাল উদ্দিন ওই এলাকার জেবুর মুল্লুকের ছেলে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ইমন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী কবরস্থানের এক গাছে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন কামাল। কিছুক্ষণ পর এলাকাবাসীর নজরে এলে তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দেনার চাপেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন