চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর থাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের কার্যকরীতা নিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে তা ‘ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ হিসেবে ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে আন্দোলনের অংশ হিসেবে ‘জোবরা ভাত ঘর এন্ড কমিউনিটি সেন্টার’ লেখা একটি ব্যানার চাকসু ভবনের সামনে ঝুলিয়ে দেন তারা।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান বলেন, চাকসু গত ৩৬ বছর ধরে অকার্যকর। এত আন্দোলনের পরও কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না। আমরা আজ থেকে এটিকে ‘ভাতের হোটেল’ হিসেবে ঘোষণা করছি, কারণ এটি এখন দিনের বেশিরভাগ সময় খাবারের দোকান ও অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বছরের পর বছর এটি বন্ধ রেখে শিক্ষার্থীদের কণ্ঠ রুদ্ধ করেছে। আমাদের এই প্রতীকী প্রতিবাদ চলবে যতদিন না চাকসু নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে। এরপর থেকে কোনো নির্বাচন হয়নি। ফলে শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার আদায়ের প্রতিনিধিত্বমূলক কোনো প্ল্যাটফর্ম কার্যকরভাবে নেই।
চবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে চাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করে আসছেন। প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদেই এমন অভিনব কর্মসূচি হাতে নিয়েছে তারা।
আপনার মতামত লিখুন :