ডম সিবলি, ড্যান লরেন্স ও উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান গড়েছে সারে। ডারহামের বিপক্ষে ৮২০ রানে ইনিংস ঘোষণা করে তারা ভেঙেছে ১২৬ বছরের পুরনো রেকর্ড।
সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে সারে’র সংগ্রহ দাঁড়ায় ৮২০ রান ৯ উইকেটে। এই রানসংখ্যা কেবল তাদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ নয়, বরং ডারহামের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর।
এর আগে ১৯৯৪ সালে ওয়ারউইকশায়ারের করা ৮১০ ছিল শীর্ষে, সেই ইনিংসেই ব্রায়ান লারা করেছিলেন ৫০১*।
একসময় ইংল্যান্ড টেস্ট ওপেনার হিসেবে পরিচিত সিবলি ছিলেন ইনিংসের কেন্দ্রবিন্দু। প্রথম দিন শেষে ১৬৯ রান নিয়ে অপরাজিত থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনে খেলেছেন ৪৭৫ বলের এক মহাকাব্যিক ৩০৫ রানের ইনিংস। ইনিংসে ছিল ২৯টি চার ও ২টি ছক্কা।
সারে’র হয়ে এটি অষ্টম ‘তিন শতক’ ইনিংস। তালিকায় তার উপরে আছেন কেবল ববি অ্যাবেল (৩৫৭), কেভিন পিটারসেন, স্যার জ্যাক হবস, মার্ক রামপ্রকাশদের মতো কিংবদন্তিরা।
সিবলির সঙ্গে ৫৩ ওভারে ৩৩৪ রানের জুটি গড়েন ড্যান লরেন্স। দ্বিতীয় দিন শুরু করেন ৫৮ রান নিয়ে, ইনিংস শেষ হয় ১৭৮ রানে। ১৪৯ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১৯টি চার।
উইল জ্যাকসের ব্যাট ছিল আরও বিধ্বংসী—৯৪ বলে ১১৯, যার মধ্যে চারটি ছক্কা। তিনি সিবলির সঙ্গে যোগ করেন আরও ১৩৩ রান মাত্র ২১ ওভারে।
চা-বিরতির পর মাত্র ১২ বলেই আরও ১৭ রান তুলে ঘোষণা আসে ইনিংস ডিক্লেয়ারের। ঠিক ওই সময়ই জ্যাকস হাকান একটি বিশাল ছক্কা—যা সারে’র ইতিহাসের সেরা দলীয় সংগ্রহে পরিণত করে ইনিংসটিকে (৮২০)।
ডারহামের বোলারদের জন্য দিনটি রীতিমতো বিভীষিকাময় ছিল। বিশেষ করে অফস্পিনার জর্জ ড্রিসেল, যিনি ৪৫ ওভারে দেন ২৪৭ রান! এটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইতিহাসে এক বোলারের সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।
এছাড়া ডারহামের অন্যতম বোলার বেন রেইন চোট পেয়ে প্রথম দিনেই খেলা ছাড়েন, যেটা তাদের জন্য বড় ধাক্কা ছিল।
এদিকে দিনের শেষে ব্যাটিংয়ে নামে ডারহাম। ২৮ ওভারে মাত্র ৫৯ রান তুলতেই হারায় ১ উইকেট। ম্যাট ফিশার বোল্ড করেন এমিলিও গেইকে। তবে অ্যালেক্স লিস (৩৩*) ও উইল রোডস (১৬*) অপরাজিত থেকে দিন শেষ করেন।
ইতিহাসের পাতায় সারে
৮৮৭: ইয়র্কশায়ার বনাম ওয়ারউইকশায়ার (১৮৯৬)
৮৬৩: ল্যাঙ্কাশায়ার বনাম সারে (১৯৯০)
৮৫০-৭ ডিক্লেয়ার: সাসেক্স বনাম মিডলসেক্স (২০০৭)
৮২০-৯ ডিক্লেয়ার: সারে বনাম ডারহাম (২০২৫)
আপনার মতামত লিখুন :