ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর শীর্ষ পদে আবারও বসতে চলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে চলেছেন।
জানা গেছে, আজ সৌরভ তার প্যানেল নিয়ে মনোনয়ন জমা দেবেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিরোধীরা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সৌরভের সভাপতি হওয়া এখন প্রায় নিশ্চিত।
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সিএবির প্রতিনিধি হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম জমা দিয়েছে বাংলা ক্রিকেট সংস্থা।
এর মাধ্যমেই শুক্রবার নিশ্চিত হয়ে গিয়েছিল যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসছেন। সিএবি-র সভাপতি হিসেবে তিনি এখন ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করবেন।
সৌরভের সভাপতি হওয়া নিশ্চিত হলেও তার প্যানেল নিয়ে এখনো কিছু ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে সচিব পদের জন্য দুটি নাম নিয়ে আলোচনা চলছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে।
বাবলু এর আগেও সিএবির সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই অনেকেই মনে করছেন তিনিই এই পদে বসতে পারেন। যদি বাবলু সচিব হন, তাহলে সঞ্জয় দাস কোষাধ্যক্ষ বা যুগ্ম সচিবের পদ পেতে পারেন।
জাতীয় ক্রীড়া আইন এখনো কার্যকর না হওয়ায় সিএবি লোধা কমিটির নিয়ম মেনেই নির্বাচন করছে। এই নিয়ম অনুযায়ী, সৌরভ আরও প্রায় এক বছর সিএবি-র পদে থাকতে পারবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন