সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৪১ এএম

কেইনের জোড়া গোলে বায়ার্নের বড় জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৪১ এএম

কেইনের জোড়া গোলে বায়ার্নের বড় জয়

হ্যারি কেইন মাঠে নামলে গোল করবেনই। এ যেন নিয়ম হয়ে গেছে! ব্যত্যয় ঘটেনি বুন্দেসলিগায় হামবুর্গ এসভির বিপক্ষে ম্যাচেও। এই ইংলিশ তারকা করলেন জোড়া গোল। তার নৈপুণ্যেই বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হামবুর্গকে। এ জয়ে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে দুর্দান্ত প্রস্তুতি সারল কোচ ভিনসেন্ট কোম্পানির দল।

খেলার শুরু থেকেই প্রাধান্য দেখায় বায়ার্ন। মাত্র তিন মিনিটে সার্জ জিনাব্রির দারুণ এক শটে জালের দেখা পায় বায়ার্ন। ছয় মিনিট পরেই আলেকজান্ডার পাভলোভিচ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ২৬ মিনিটে হাতে বল লাগার কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে আরও এগিয়ে নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল তার মৌসুমের পঞ্চম গোল, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ। ৩০ মিনিটে লুইস দিয়াজের শটে ৪-০ ব্যবধান তৈরি করে বায়ার্ন। জার্মান তারকা জশুয়া কিমিচের নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন কলম্বিয়ান এই তারকা। যদিও বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢোকে।

প্রথমার্ধ শেষ হয় ৪-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বায়ার্ন কিছুটা ঢিলে দিলেও ৬২ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল করেন হ্যারি কেইন। মাইকেল ওলিসের পাস থেকে বল পেয়ে ঠা-া মাথায় শট নেন তিনি। শেষদিকে নিকোলাস জ্যাকসন ও টম বিসচফ আক্রমণে উঠলেও আর গোল পায়নি বায়ার্ন। হামবুর্গ গোলরক্ষক ড্যানিয়েল ফার্নান্দেজ একাধিক সেভে বড় ব্যবধান এড়ান। এ জয়ে বায়ার্ন তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, দুই পয়েন্ট পিছিয়ে বরুশিয়া ডর্টমুন্ড। অন্যদিকে, নতুন মৌসুমে এখনো জয়হীন হামবুর্গ মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে। বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসির।

 

রূপালী বাংলাদেশ

Link copied!