সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৩৯ এএম

এমবাপ্পে জাদুতে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০১:৩৯ এএম

এমবাপ্পে জাদুতে জিতল রিয়াল

১০ জনের দলে পরিণত হলেও রিয়াল মাদ্রিদের জয় ঠেকাতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলেরের গোলে সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারায় রিয়াল। এ নিয়ে স্প্যানিশ লিগে টানা চতুর্থ জয় পেল কোচ জাবি আলোনসোর দল।

সোসিয়েদাদের মাঠে খেলার ১২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা এমবাপ্পে। ৩২ মিনিটে লাল কার্ড দেখেন রিয়ালের ডিন হুইসেন। ১০ জন নিয়েও থামেননি এমবাপ্পে। ৪৪ মিনিটে চমৎকার ড্রিবলিং করে আরদা গুলেরকে পাস দেন তিনি। আর তরুণ তুর্কি ফরোয়ার্ড নিখুঁতভাবে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তবে হাল ছাড়েনি সোসিয়েদাদ। আন্দের বারেনেচিয়ার ক্রস রিয়াল ডিফেন্ডার দানি কারভাহালের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে মিকেল ওয়ারইয়াবাল গোল করে ব্যবধান কমান। শেষ মুহূর্তে রিয়ালের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে জয় নিশ্চিত করে। ৮২ মিনিটে কারভাহালের বদলে মাঠে নামেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যিনি নতুন যোগ দিয়েছেন দলে। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে তারা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা রয়েছে। অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়টি কোচ আলোনসোর জন্যও বিশেষ স্মরণীয়। কারণ, সোসিয়েদাদেই তিনি খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং ১২৬ ম্যাচ খেলেছেন ক্লাবটির হয়ে। পাশাপাশি তার কোচিং ক্যারিয়ারের শুরুও হয়েছিল সোসিয়েদাদের বি দল থেকেই। যদিও এই ম্যাচে মোটেও ভালো খেলতে পারেনি রিয়াল। ঘরের মাঠে ৬৪ ভাগ বলের দখল ছিল সোসিয়েদাদের। ৩৬ ভাগ বল দখল ছিল রিয়াল মাদ্রিদের। তবে প্রতিপক্ষের গোলমুখে ৬টি শট নেন রিয়াল ফুটবলাররা। ৪টি শট নেন সোসিয়েদাদ।

অপর ম্যাচে স্প্যানিশ লিগে প্রথম জয়ের মুখ দেখল অ্যাতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে পাবলো বারিওস ও নিকো গনজালেসের গোলে ভিয়ারিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। মৌসুমের প্রথম ম্যাচে এসপানিওলের কাছে হারের পরের দুটি ম্যাচ ড্র করেছিল অ্যাতলেতিকো। এ কারণে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি ছিল অনেকটাই প্রয়োজনীয় জয় ছিনিয়ে আনার সুযোগ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে নামা অ্যাতলেতিকো ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ১-০ গোলে।

স্প্যানিশ মিডফিল্ডার পাবলো বারিওস হুলিয়ান আলভারেজের পাস থেকে নিচু শটে বল ভিয়ারিয়ালের জালে পাঠান। প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল। নিকোলাস পেপের নেওয়া দারুণ ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর সার্জি কারদোনার শট রুখে দেন গোলরক্ষক ইয়ান ও’ব্লাক। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাতলেতিকো। ৫২ মিনিটে মার্কোস ইয়োরেন্তের ক্রসে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন নিকো গনজালেস। শেষ দিকে ভিয়ারিয়ালের রেনাতো ভেইগার শট আটকে যায় ডিফেন্ডারদের গায়ে। যোগ করা সময়ে সান্তি কোমেসানিয়ার হেড সামান্য বাইরে চলে গেলে গোলের দেখা পায়নি ভিয়ারিয়াল।

রূপালী বাংলাদেশ

Link copied!