মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১২:৫৯ পিএম

শাকিব খানের ‘মেগাস্টার’ তকমায় আপত্তি জাহিদ হাসানের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১২:৫৯ পিএম

শাকিব খানকে বিনয়ী থাকতে বলেন জাহিদ হাসান। ছবি- সংগৃহীত

শাকিব খানকে বিনয়ী থাকতে বলেন জাহিদ হাসান। ছবি- সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে শাকিব খানকে ‘মেগাস্টার’ বলা যেন এখন অনেকটাই স্বাভাবিক। সিনেমার পর সিনেমা, সাফল্যের পর সাফল্য, প্রায় দুই দশক ধরে একাই ধরে রেখেছেন বাংলা সিনেমার হাল- সব মিলিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের একমাত্র মেগাস্টার হিসেবে শাকিব খানের নাম এখন সর্বজন বিদিত। 

তবে সবাই যখন শাকিবের আগে ‘মেগাস্টার’ শব্দটি যুক্ত করতে ব্যস্ত, ঠিক তখনই এই শব্দচয়ন নিয়ে তীব্র আপত্তি তুললেন আরেক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া লাইভ টক শোতে জাহিদ হাসান স্পষ্ট জানিয়ে দেন- ‘মেগাস্টার’ শব্দটা তার কানে বাজে!

এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ প্রথম থেকেই আলোচনায় ছিল। তবে মজার ব্যাপার হলো, ঈদের আরেক সিনেমা ‘উৎসব’, যেখানে অভিনয় করেছেন জাহিদ হাসান, সেটিই এখন দর্শকপ্রিয়তার দিক থেকে তাণ্ডবকে ছাড়িয়ে গেছে। ঈদের চতুর্থ সপ্তাহেও সিনেমাটি জমজমাট চলছে, বিপরীতে তাণ্ডব অনেক হল থেকে উঠে গেছে। 

এই প্রসঙ্গ উঠতেই জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করে ধরা হয় শুধু শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন এটা হয়, আমি বুঝি না। সে তো একজন অভিনেতা। তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য ভালো না খারাপ, সেটা জানি না। তবে শব্দটা আমার কানে লাগে।’

তবে শুধু আপত্তি জানিয়েই থেমে যাননি তিনি। আরও স্পষ্ট করে বলেন, ‘শেক্‌সপিয়ারের একটা কথা আছে- কোনো কিছু হওয়া বড় কথা না, বড় কথা হচ্ছে সেটা টিকে থাকা। এতটি হলে তাণ্ডব মুক্তি পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হলেই থাকছে না। এটা অপমানজনক। যতটা বিনয়ী থাকা যায়, ততটাই ভালো।’

জাহিদ হাসান মনে করেন, ঈদের সিনেমা মানেই সব নির্মাতা, সব অভিনেতার সম্মিলিত উৎসব। তার ভাষায়, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ- সব আমাদের সিনেমা। আমি চাই সবই ভালো চলুক। সব সিনেমা ভালো হলে দর্শক বাড়বে, সিনেমা হলে ফেরবে।’

এতসব আলোচনার মাঝেও শাকিব খানকে ঘিরে ‘মেগাস্টার’ বিতর্ক যেন ঢাকাই সিনেমার নতুন টক অব দ্য টাউন হয়ে উঠেছে!

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!