আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তার বিশ্বাস, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি ভোট পাবে এনসিপি। যা মোট ভোটের ৩০ থেকে ৩৫ শতাংশ। রাজধানীর কাওরান বাজারের বিডিবিএল ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসসিপির এই মুখ্য সংগঠক জানান, এক বছরের মধ্যে বিএনপি সরকার গঠন করবে এবং এনসিপি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। তার ব্যক্তিগত প্রত্যাশা, এনসিপির কিছু সদস্য সংসদে থাকবেন এবং দলটি বাইরে থেকেও সক্রিয় বিরোধী দল হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।
সভায় একটি জরিপের ফলাফলও প্রকাশ করা হয়, যা পরিচালনা করেছে ইনোভেশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান। এতে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।
সারোয়ার তুষার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত ইসলামী কিছুটা জনপ্রিয়তা পেলেও এনসিপি জামায়াতের চেয়ে বেশি ভোট পেতে পারে। ঐতিহাসিকভাবে দেখা গেছে, জামায়াতের প্রতি জনসমর্থন বাড়লেও এবারের নির্বাচনে বিএনপি-জামায়াত থেকে এনসিপি সমর্থন পাবে বলে মনে করেন তিনি।
এদিকে, আওয়ামী লীগের ভোট এবার তিন ভাগে বিভক্ত হবে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার। তার মতে, তরুণ আওয়ামী লীগ সমর্থক ও যারা নিরুপায় হয়ে দলটিকে সমর্থন করতেন, তাদের একটি বড় অংশ বিএনপি, জামায়াত ও এনসিপির দিকে ঝুঁকতে পারেন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গন সামনে আরও উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তবে এ উত্তেজনা সংঘাতের দিকে না গড়ানোর বিষয়ে তিনি আশাবাদী।
 

 
                             
                                    -20250316101458.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251025150147.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251019140621.webp) 
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
        
        
        
       -20251020114155.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন