বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৬:২২ পিএম

মার্চে বেশি ভুল তথ্যের শিকার জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৬:২২ পিএম

মার্চে বেশি ভুল তথ্যের শিকার জামায়াত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তথ্যানুসারে, মার্চ মাসে অন্তর্বর্তী সরকারকে ঘিরে ১৫টি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে ২২টি ভুল তথ্য ছড়ানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৮টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, যা ১০৫টি এবং মোট ভুল তথ্যের ৩৫ শতাংশ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল যথাক্রমে ২৭১ ও ২৬৮।

মার্চ মাসে ছড়ানো ভুল তথ্যের মধ্যে জাতীয় বিষয়ে ১০৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১২টি, ধর্মীয় বিষয়ে ৩৬টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৩টি, শিক্ষা বিষয়ে ৩টি, প্রতারণা বিষয়ে ১২টি এবং খেলাধুলা বিষয়ে ১৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।

এসব ভুল তথ্যের মধ্যে ভিডিও কেন্দ্রিক ছিল সবচেয়ে বেশি (১৪৩টি), তথ্য ভিত্তিক ভুল ছিল ১১০টি এবং ছবি ভিত্তিক ভুল ছিল ৪৫টি। ভুল তথ্যগুলোর মধ্যে ১৬৮টি মিথ্যা, ৯৭টি বিভ্রান্তিকর এবং ৩১টি বিকৃত বলে প্রমাণিত হয়েছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সবচেয়ে বেশি (৭টি) ভুল তথ্য প্রচারিত হয়েছে, যার ৮৬ শতাংশই দলটির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানকে কেন্দ্র করে দুটি অপতথ্য ছড়ানো হয়েছে, যা তার বিরুদ্ধে ছিল। এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ঘিরে ৬টি (সবই নেতিবাচক) ভুল তথ্য শনাক্ত হয়েছে।

প্রকাশের মাধ্যমে দেখা গেছে, গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি (২৭৩টি) ভুল তথ্য ছড়ানো হয়েছে। এক্সে ৬২টি, টিকটকে ৭টি, ইউটিউবে ৪৪টি, ইনস্টাগ্রামে ২৬টি এবং থ্রেডসে অন্তত ৫টি ভুল তথ্যের প্রমাণ পাওয়া গেছে।

এমনকি দেশের গণমাধ্যমও ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দেখা গেছে, মার্চ মাসে অন্তত ১৬টি ঘটনায় দেশের বিভিন্ন গণমাধ্যম ভুল তথ্য প্রচার করেছে।
 

আরবি/একে

Link copied!