বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেরেবাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের এক অমর রাজনীতিবিদ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত ছিলেন।
রোববার (২৭ এপ্রিল) শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান আরও বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ব্রিটিশবিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি যে অবদান রেখেছেন তা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
শেরেবাংলার অন্যান্য অবদান তুলে ধরে বিএনপি নেতা বলেন, ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে বাংলার কৃষক সমাজকে সমর্থন প্রদান, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন, এসব পদক্ষেপ বাংলার শ্রমিক-কৃষকদের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে।
তারেক রহমান শেরেবাংলার অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তারেক রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন