ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৫:৫৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

এ সময় তারা সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।

এ ছাড়া নেতাকর্মী ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এ সময় ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ শীর্ষ নেতারা সেখানে উপস্থিত থেকে বক্তব্য দেন।

এর আগে, দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।

এ ছাড়া সকালে সাম্য হত্যার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাম্যর সহপাঠী ও শিক্ষকরা। আল্টিমেটামের ৪৮ ঘণ্টা পার হলেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা।

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় গত বুধবার সকালে নিহত শাহরিয়ারের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। এতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদেরকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।