অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সের (ওপিসিডব্লিউ) পরিদর্শক দল বাংলাদেশের বার্জার পেইন্টস লিমিটেড ও রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছে।
গত ১১ মে থেকে ওপিসিডব্লিউ-এর দুই সদস্যের প্রতিনিধি দল বার্জার পেইন্টস লিমিটেড সাভার এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভালুকা ময়মনসিংহ পরিদর্শন করে।
রোববার (১৮ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে।
সিডব্লিউউসি স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শক দল প্রতি বছর তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তপশিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন ও স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে তদন্তের লক্ষ্যে পরিদর্শন করে থাকে।
পরিদর্শন কার্যক্রম শেষে ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎকালে তারা সন্তুষ্টি জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে তারা ১৭ মে ঢাকা ত্যাগ করেন।