প্রয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মতো রাজপথে নেমে আসবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি সোমবার (১৯ মে) নিজের ফেসবুকে এক পোস্টে এ কথা জানান।
জুলাই আন্দোলনে রক্তমাখা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ছবি পোস্ট দিয়ে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনাশাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে।’
‘আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কণ্ঠ মেলাবে।’
হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না।’
‘অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না’, পোস্টে যোগ করেন তিনি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। ফলে টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুপারিশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সেখানে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদসহ দু’জন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হন। পরে আরও একজন উপদেষ্টা হিসেবে যুক্ত হন। তবে তাদের মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হন।
আপনার মতামত লিখুন :