আদালতের রায় পক্ষে আসার পর এবার চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি ঘোষণা করেন, তার আন্দোলন ৪৮ ঘণ্টার জন্য স্থগিত থাকবে।
তিনি বলেন, ‘সরকারের পদক্ষেপ দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
এরআগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে আদেশ দেয় হাইকোর্ট।
ওই আদেশের ফলে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা কেটে যায়।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই শপথ নিয়ে আন্দোলন করে আসছেন ইশরাক ও তার সমর্থকরা।
পরে বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন তার সমর্থকরা।
তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।