ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে ছাত্রদল। সবশেষ আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।
তবে এই কর্মসূচি স্থাগিত করেছে সংগঠনটি। যদিও এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে শাহবাগের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এসময় সাম্য হত্যার বিচার না পেলে এবং হত্যাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি করেন তিনি।