ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আমরা আর খুনি ও চাঁদাবাজদের সহযোগী হব না। এ দেশ আমাদের, এ দেশে জন্মগ্রহণ করেছি, এ দেশকে সুন্দর করার জন্য আপনার-আমার সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’
শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিরআর পদ্ধিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।
সামনের নির্বাচন পিরআর পদ্ধতিতে দিতে হবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘এর বিকল্প কেউ চিন্তা করলে সে দেশপ্রেমিক হতে পারে না।’
তিনি বলেন, ‘৫ আগস্টের পর এ দেশের মানুষ আর অন্য কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না। এখন বাংলাদেশের মানুষ ও মাটি চায় ইসলামী নীতি ও আদর্শের শাসন।’
তিনি আরও বলেন, ‘গত ১৮ জুনের ঢাকার মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধানরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গিয়েছেন। আজকেও নারায়ণগঞ্জের পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল এসে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করে গিয়েছেন। তারা বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা আছি আপনাদের সঙ্গে।’
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
সমাবেশে বাংলাদেশে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল জাব্বার, খেলাফত মজলিসের সহকারী যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :