দিল্লিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের পুশইন করুন।’
রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের থানা মোড় এলাকায় ‘জুলাই পদযাত্রা’ শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘প্রশাসনের ভেতরে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে।’
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আগামী বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া-পাওয়া ছিল, বিগত এক বছরে তা পূরণ হয়নি। সেই কারণেই দেশ গড়ার লক্ষ্যে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আর বাংলাদেশে কাউকে ‘পির’ মানব না। তিনি যদি ৯৫টি ভালো কাজ করেন তবে তাকে ভালো বলব, আর যদি পাঁচটি খারাপ কাজ করেন, তবু তাকে খারাপ বলতেই হবে।’
 
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, ‘মাইলস্টোন ঘটনার পেছনে কারা কারা জড়িত, আমরা তা জানতে চাই। কোনো কর্পোরেট সংগঠন বা বাহিনী এর সঙ্গে জড়িত আছে কি না সেটিও জানতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের প্রধান মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় নেতারা।
এতে উপস্থিত ছিলেন দলটির সদস্যসচিব আকতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।
দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন।
তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। সমাবেশ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

 
                            -20250727201204.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন