ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘জুলাই বিপ্লবের বর্ষপূর্তি’ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে দেখা গেল নতুন চিত্র। জামায়াত নেতাদের ছবি নিয়ে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর তীব্র আপত্তির পর প্রশাসন ছবিগুলো সরিয়ে দেয়।
এবার সেই স্থানেই তুলে ধরা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুদ্ধাপরাধ-বিচারসংক্রান্ত বক্তব্য এবং ‘স্কাইপ কেলেঙ্কারি’র নানা তথ্য।
বুধবার (৬ আগস্ট) দ্বিতীয় দিনের আয়োজন ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক প্রদর্শনীতে এসব পোস্টার দেখা যায়।
এতে খালেদা জিয়া, জিওফ্রে রবার্টসন, সুখরঞ্জন বালি এবং কথিত ভুয়া স্বাক্ষীদের বক্তব্যসহ ‘বিচার প্রক্রিয়ার অপতৎপরতা’র অভিযোগ তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে শিবির।
ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসেন খান বলেন, ‘বিচারক হত্যাকাণ্ড, স্কাইপ কেলেঙ্কারি এসবই আমাদের বিচারব্যবস্থাকে কলুষিত করার বড় ষড়যন্ত্র। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, এখনও আছি। প্রদর্শনীর মাধ্যমে আমরা সেই সত্যই তুলে ধরেছি।’
তিনি আরও দাবি করেন, ‘গত ১৫ বছরে সরকারের একনায়কতান্ত্রিক আচরণের পেছনে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা বড় ভূমিকা রেখেছে।’
এর আগে, গত ৫ আগস্ট প্রথম দিনের আয়োজনে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, নিজামী, সাঈদী, মুজাহিদ, মীর কাশেম, কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করেছিল ছাত্রশিবির।
ওই প্রদর্শনীকে ঘিরে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে দেয়। ছবিগুলো অপসারণে সহকারী প্রক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম উপস্থিত ছিল।
আপনার মতামত লিখুন :